ছন্দরীতিঃ স্বরবৃত্ত
মাত্রাবিভাজন :- ৪+৪+৪+১/২

ফর্সা বরণ গাঁয়ের রঙ যে,
মাথায় কালো চুল,
কাজল কালো দুটি আঁখি,
কানেতে নেই দুল।

গোলাপ রাঙা অধর দুটি,
নাসা বাঁশের বাঁশি,
কপালে নেই নকশা ঘেরা
লাজুক মুখের হাসি।

টানা টানা চোখের ভুরু
গলাতে নেই হার!
মেহেদি রাঙা দুটি হাতে
লালে চমৎকার!

মিষ্টি হেসে বলে কথা
অধর দুটি নেড়ে,
বাড়ি থেকে থাকে দূরে
পিতামাতা ছেড়ে!

খুশি মনে লেখাপড়া
করে চলে মেয়ে,
খাদিজা নামে ডাকে সবাই
দেখি তাঁরে চেয়ে।


রচনাকাল
১৪-৬-২১
সময়:- রাত ১০:৫৭ মিনিটে
রোজ :- সোমবার