ছন্দরীতিঃ স্বরবৃত্ত
বনে বনে,
ক্ষণে ক্ষণে,
পাখা মেলে উড়ে চলে দেখি জুনিপোকা।
মায়ের কোলে,
নিদ্রায় দোলে,
জানি আমি অবুঝ শিশু মোদের ছোট্ট খোকা।
গাঁয়ের বনে,
আপন মনে,
দলবেঁধে সব শিয়ালগুলো জোরে জোরে ডাকে।
গগন বুকে,
মনের সুখে,
সারানিশি তারাগুলো জেগে জেগে থাকে।
বিড়াল ঘরে,
ইঁদুর ধরে,
চুপটি করে বসে স্বয়ং নানান ছলেবলে।
জোছনা রাতে,
মনটা মাতে,
যখন দেখি নীলাকাশে হিমাংশুটি চলে।

রচনাকাল
৩১-১-২১
রবিবার রাত:১১:১ মিনিটে