ছন্দরীতি:- স্বরবৃত্ত
দূর আকাশে ভাসে দেখি
সাদা মেঘের ভেলা,
পাখি ডাকে গাছে বসে
উড়ে করে খেলা।
মাঠে মাঠে চাষি ভাইয়ে
কাটে পাকা ধান,
তৃষ্ণা পেলে ছায়ায় বসে
পানি করে পান।
কামরাঙা আর চালতে ফলে
ভরে সবুজগাছ,
আপন মনে জেলে ভাইয়ে
ধরে নদীর মাছ।
মল্লিকা আর ছাতিম পুষ্প
বনে বনে ফোটে,
সেই খুশিতে ভোমরগুলো
উড়ে উড়ে ছোটে।
রচনাকাল
২২-১০-২০