ছন্দরীতিঃ অক্ষরবৃত্ত
এই গভীর রজনী ঘুমহীন নয়ন,
প্রেমের কথন শুধু করছি যে চয়ন।
তখনি বুকের মাঝে কেঁদে ওঠে মন,
আনমনে নীরবে আমি থাকি সারাক্ষণ।
চক্ষুজলে অবিরত ভেজে মোর তনু,
দীর্ঘশ্বাসে ছোট-বড় হয়ে যায় হনু।
রক্তবর্ণ দুটি আঁখি তপ্তজলে ভরা,
স্বপ্নগুলো মনে পড়ে যায় না তো সরা।
কেমন করে তোমায় ভুলে থাকি বলো?
মনরে বলি আমি শুধু স্বপ্নবুনে চলো।
পাওয়া না পাওয়া আশায় মরি নিশি জেগে,
আমার উপরে আর থেকো না তো রেগে।
মান-অভিমান ভুলে এসো প্রেম নীড়ে,
ভালোবাসার বাঁধন যেওনা কভু ছিঁড়ে।
রচনাকাল
১৬-৭-২০