দূর প্রবাসের ঈদ
লিরিক্স: শহিদুল ইসলাম
Lyricists: Sahidul Islam
এই ঈদে আমি একা
আপনজনের নাই রে দেখা -
তাই আসেনা নীঁদ
ঈদ এসেছে ঈদ,ঈদ এসেছে ঈদ,
ঈদ এসেছে ঈদ ------!!
তবুও আমি নই তো দুখি
আমার তরে হলো সুখি
আপনজনের ঈদ,
সেই তো আমার ঈদ ------------।।
বাবা মায়ের আদর স্নেহ
চায় পেতে চায় নিথর দেহ
ঈদের দিনে ফিরনি সেমাই -
দেশের মতো স্বাদ যে না পাই
সঙ্গে সাথী আছে যারা,
সান্ত্বনা দেয় শুধু তারা -
দূর প্রবাসের ঈদ দূর প্রবাসের ঈদ
দূর প্রবাসের ঈদ ---------।।
রচনাকাল
১৬-৩-২৫
রোজ: রবিবার
সময় :রাত ৩:৬ মিনিটে