ছন্দরীতিঃ স্বরবৃত্ত

আমার গাঁয়ের একটু পাশে
আছে বড় নদী,
আঁকাবাঁকা হয়ে আছে
জানি নিরবধি।

জলে ভরা চারিপাশে
দেখি আমি চেয়ে,
আঁধার শেষে দিনের আলো
রাখে তারে ছেয়ে।

নামটি যে তার বুড়িভদ্রা
বুড়ো দাদা কয়,
নদীর মাঝে কিছু স্মৃতি
অমর হয়ে রয়।

নাও চালিয়ে জেলে ভাইয়ে
ধরে কত মাছ,
জলের বুকে ভাসে দেখি
নানান ফুলের গাছ।

এমন নদীর কথা আমি
কেমন করে ভুলি,
কাব্যরসের কথামালায়
ব্যাখ্যাগুলো তুলি।

রচনাকাল
২৬-৮-২০
রাত ১১:৩০ মিনিটে