ছন্দরীতিঃ স্বরবৃত্ত

দূর আকাশে চেয়ে দেখি
কালো মেঘের ভেলা,
হাওয়ার সাথে উড়ে উড়ে
করে কত খেলা।

বৃষ্টি পড়ে টাপুর-টুপুর
ভিজে ধরার মাটি,
ডুবছে জলে চলার পথটি
কেমন করে হাঁটি!

পুকুর নদী কানায় কানায়
ভরে থাকে জলে,
ব্যাঙে ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর
শুনি দলে দলে।

আঁকাবাঁকা মেঠো পথে
হয় যে অনেক কাদা,
চলতে পথে ধপাস ধপাস
পড়ে বুড়ো দাদা।

গাছের শাখায় ফুটে আছে
কেয়া-কদম ফুল,
আষাঢ় মাসে নারিকেল-খই
খেতে মন ব্যাকুল!

রচনাকাল
৫-৭-২১