বিহর ভরা মননিয়ে তোমাকে ডাকি,
মনের নীড়ে তোমারি প্রতিমূর্তি আঁকি।
পারিনি অপযশের কথন মুছিতে,
দিয়েছ যন্ত্রণা,চাওনি কেন বুঝিতে?
তোমারি নকশা এ-মন নয়নে ভাসে,
তখনি অপযশের বাণী মনে আসে।
আমাকে নিন্দা করলেও যাইনি ভুলে,
যত্নে রাখি মনের ফুলদানীতে তুলে।
আমায় দেখে অন্যবাটে যেওনা ঘুরে,
তোমার দেওয়া শ্রম মনে আছে পুরে।
মিত্রহীন বসে ভাবি জীবনের কথা,
অন্তর মাঝে জেগে ওঠে নিন্দার ব্যথা।
সুখের অর্ণবে মেলিতে দাওনি ডানা,
অপযশ জীবনের মূল্য চারিআনা।
--------০-------