নীড়ের টানে ফেরে পাখি
উড়ে আপন মনে,
প্রজাপতি করে খেলা
দেখি ক্ষণে ক্ষণে।

রাখাল ভাইয়ে গরু নিয়ে
ছাড়ে গাঁয়ের মাঠ,
খোকাখুকি প্রদীপ জ্বেলে
পুঁথি করে পাঠ।

গগন বুকে সন্ধ্যাতারা
দিচ্ছে শুধু উঁকি,
চাঁদটি দেখে দাদির কোলে
আনন্দ পায় খুকি!

পাখপাখালি ঘুমায় গাছে
আপন মনে ভাই,
আকাশ পথে বিমান চলে
আঁধার রাতে তাই।

পোকা ডাকে জোরে জোরে
শব্দ আসে কানে,
নিশি জেগে চাঁদটি আছে
উষা হওয়ার টানে।

রচনাকাল
৪-৬-২১
শুক্রবার রাত ১০: ২০ মিনিটে