অর্থপূর্ণ শব্দের মারফতে মানুষ  পারস্পরিক  ভাবের আদান-প্রদান করে। আর অর্থ হচ্ছে শব্দের প্রাণ।

ভাষার ভাব ( বাক্য, বাক্যাংশ, রূপ,শব্দ, বাগধারা ইত্যাদি)  যখন ইন্দ্রিয় প্রধানত( চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্ব,ইত্যাদি।
গ্রহণ করে এবং তার উপর যে মানসিক ধারণা জন্মায়, তখন তাকে শব্দার্থ বলে।

বিভিন্ন কারণে শব্দের অর্থের পরিবর্তন ঘটে।

নিচে শব্দের অর্থ পরিবর্তনের কিছু ধারণা
তুলে ধরা হলো।

বাংলা ভাষায় কতগুলো শব্দ ভিন্ন অর্থে ব্যবহার হয়। বিশেষ্য, বিশেষণ,ও ক্রিয়া জাতীয় পদগুলো বাক্যে ব্যবহার হয়ে বিশেষ গুরুত্বপূর্ণ অর্থ প্রকাশ করে। এগুলো একদিকে যেমন একটি শব্দের ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে, অন্যদিকে তেমনি বাক্যের সৌন্দর্যসাধন করে থাকে।


যেমন: উদাহরণ:-

কথা -----


প্রস্তাব :  
-------------

তোমার কথায় আমি রাজি।

( এখানে প্রস্তাব হিসেবে অর্থ প্রকাশ পেয়েছে)

তিরস্কার :  
------------
কাজটি সঠিক মত করতে না
পারায় বাবার কাছে কথা শুনতে হলো।

( এখানে তিরস্কার হিসেবে অর্থ প্রকাশ পেয়েছে)

প্রতিশ্রুতি :  
-------------
তোমাকে আমি কথা দিলাম।

( এখানে প্রতিশ্রুতি হিসেবে অর্থ প্রকাশ পেয়েছে)

উক্তি :  
---------
মোঃ শহিদুল ইসলামের কথা,

'ভালোবাসা স্বর্গ থেকে এসে, স্বর্গেই ফিরে যায়,
তার কিছু স্মৃতি পৃথিবীতে বেঁচে রয়'।

( এখানে উক্তি হিসেবে অর্থ প্রকাশ পেয়েছে)

তর্ক :
---------
এই ব্যাপারে পক্ষে -বিপক্ষে বহু কথা হয়েছে।

(এখানে তর্ক হিসেবে অর্থ প্রকাশ পেয়েছে)



রচনাকাল
১৫-৪-২০

তথ্যসূত্র : মোঃ শহিদুল ইসলাম



আজকে আমাকে এক প্রিয় কবি ফোন করে বললো প্রিয়কবিবন্ধু আমার,আমি আপনার কাছে একই শব্দ বিভিন্ন অর্থে প্রয়োগ সম্পর্কে কিছু জানতে চাই। তখন আমি তাঁকে বিস্তারিত ভাবে সবকিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি।

সেই আলোচনা থেকে  কিছু অংশ বাংলা কবিতা ডটকমে শেয়ার করিলাম।


যদি কোন ভুল-ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি।