ছন্দরীতিঃ স্বরবৃত্ত
কাঁদো কাঁদো বাঙালি আজ
রক্ত মেখে গায়-
স্মৃতির পাতা কড়া-নাড়ে
দিন যে চলে যায়।
আকাশ বাতাস গগন কাঁদে
কাঁদে পাহাড় বন-
পাষাণ ঘাতক বুঝলিনা রে
ভালো নেতার মন।
জন্ম হলো টুঙ্গিপাড়া
ছোট্ট গাঁয়ের নীড়-
মুক্তিপাগল ছিলো বলে
লোকে করে ভিড়।
মহান নেতার জন্য আমার
কাঁদে শুধু মন-
আর কি পাব বলো ফিরে
এমন গুরুজন?
আগস্ট এলে স্মরণ করি
মুজিব-মুজিব ওই-
বাকি দিনে মুজিব ছাড়া
ফোটে মিথ্যে খই !
রচনাকাল ১৩/৮/১৮