আঁধার কালো ----- লাগে ভালো
মৃদু বাতাস আছে।
রাতে পাখি ------বোজে আঁখি
নিদ্রা যাবে গাছে।
জোনাক পোকা ----- দেখে খোকা
হাতে বাজায় তালি।
রাতটি জেগে ----- খুব আবেগে
গান ধরেছে মালি।
তারার আলো ----- ভীষণ ভালো
শুধু চেয়ে দেখি।
আঁধার রাতে ----- কলম হাতে
কাব্য কথা লেখি।
পোকা ডাকে ----- শব্দ হাঁকে
যায় যে বহুদূরে।
নীল আকাশে-----মেঘ বাতাসে
উড়ছে ঘুরে ঘুরে।
তারা জ্বলে -----রকেট চলে
বিশাল আকাশ খেতে।
সব শেয়ালে -----ডাক খেয়ালে
ওঠে সবাই মেতে।
রচনাকাল
৫/১০/১৮