ইট-পাথরের দালানকোটা
আকাশ ছোঁয়া বাড়ি,
রাস্তার বুকে মানুষ চালায়
অনেক রকম গাড়ি।

কেউ বা আবার পায়ে হেঁটে
চলছে বহুদূর,
আকাশ-পথে বিমান উড়ে
খাচ্ছে শুধু ঘুর।

ধুলাবালি গাড়ির পিছে
উড়ে চলে কত,
সবুজগাছে পাখি বসে
ডাকে শত শত!

দোকানপাটে অনেক খাবার
ঝুলে আছে দেখি,
ঢাকা শহর এসে আমি
এই কবিতা লেখি।

রচনাকাল
১৯/২/১৯