জানিস কি তুই!
স্বপ্ন দেখতে বড় ভয় পাই,
তাই, দু'চোখ মেলে তোকে খুঁজে যাই।

মনের আমার আর কি দোষ বল,
তোর ভাবনায় হয় বেচাল।

কালো ফ্রেমের ওই গ্লাসের ভেতর,
চোখ দুটো তোর ভারী সুন্দর।

একরাশ ওই তোর খোলা চুলে,
উদাস মনেও বসন্ত ঢলে।।

আমার কথা শুনতে শুনতে,
যখন হঠাৎ মুচকি হেসে ফেলিস;

বিশ্বাস কর, কিছুক্ষণ'এর জন্য হলেও,
আমার বুকের ধুকপুকানি হঠাৎ করে বেড়ে যায়।

তোর প্রেমে'তে মাতাল হয়ে জীবনভর আমি বাঁচতে চাই,
রক্ত রাঙা তোর ওই উষ্ণ ঠোঁটে, ডুবে আমি মরতে চাই।

আকাশ থেকে তারা ভেঙে, হয়তো দিতে পারবোনা,
এই জীবনে আর কখনো তোর হাত'টা ছাড়বোনা।

একটু হয়তো কষ্ট দিবি, একটু নাহয় কাঁদাবি,
একদিন আবার তুই ঠিক'ই, আমায় ভালোবাসবি।

সবটা জীবন তোকে দিলাম, একটু নাহয় ভেবে দেখিস,
না পারলে পর জন্মে, আমার হয়েই জন্ম নিস।।