শাস্তি যদি দিতেই হয়, ওরাই বা কেন বাদ যাবে !
মন্ত্রী-আমলা'র ঘরের বলে নিয়ম'টা কী পাল্টাবে ?
পকেটে ওদের পয়সা বলে, অ্যাসিড বোতল মারবে ছুড়ে।
রাস্তাঘাটে নারী দেখলে লকলকিয়ে জীভ'টা নড়ে।
পুরুষ বলে দাবি করে আর নারীর সম্মান লুট করে;
ওরে! তোরা বোঝা ওদের,
একবার যেন চোখটা খুলে নপুংসক'এর মানে'টা পড়ে।
গর্জে ওঠো নারী সমাজ, এই বর্বরতা ঘোচাও আজ;
বোঝাও ওদের একবার যে,
ঝাঁসির রানী জেগে উঠলে, ইংরেজ'ও যায় অথৈ জল,
তোরা তো কেবল বাবা'র টাকা'য়, বেড়ে ওঠা কিছু বাঁদর দল।।