নির্ভয়া! নামটা নিশ্চয়ই সবাই জানেন,
কত'ই বা ওর বয়স ছিল;
ওই'তো সবে কলেজ শেষ হবে হবে করছিল।

প্রতিদিন'এর মতোই, ঘরে ফিরে আসছিল ও,
প্রেমিক'এর সাথে হাসতে-খেলতে মজাও হয়তো করছিল।

হঠাৎ বাসে উদয় হলো, শয়তান'এর এক নিষ্ঠুর দল,
মাতাল হয়ে মাতলামি'তে মত্ত ছিল সবগুলো।

মেয়েটা'কে ওরা ছিঁড়ে খেল, মেতেছিল এক হিংস্র খেলায়,
মেয়েটা'র প্রাণ বাঁচাতে দেখে, ছেলেটাকে ওরা মারলো হেলায়।

দু'জনের হয়তো স্বপ্ন ছিল, বাকি জীবনটা থাকবে ভালো,
কিন্তু কিছু জানোয়ারের দল, ওদের হিসেব উল্টে দিল।
একটা প্রশ্ন রইলো তবে,
জানার ইচ্ছে খুব আমার।

মৃত‍্যুদন্ডে দন্ডিত, সবকটা'তো হয়েছে,
তবে;
সত‍্যি'ই কী মেয়েটার, আত্মা শান্তি পেয়েছে ?