বিদেশ-বিভুঁয়ে পথ হারিয়ে যদি হয়ে যাই নষ্ট আজ,
কিংবা যদি হয়ে যাই কোনো অমানুষিকতার নিপুণ শিকার।
হিংস্র পশুর মতো হয়তো ছিঁড়ে খাবে আমাকে;
শরীর'টাকেও বিকিয়ে দেবে জলের দরে সবাইকে।
পতিতাপল্লীর কোনো কোঠা'তে ঠাঁই হয়তো হবে এখন,
দেখতে পেলে মুখ ফিরিয়ে কষ্ট যেন দিয়োনা তখন।
তোমার সঙ্গে এই জনমে, ঘর করা আর হোলো'না,
মনের কোণে ছোট্ট হলেও, দিয়ো একটু ঠিকানা।
ভালোবেসে যাবো তোমায় যতদিন খোদা ডাকবেনা,
জানি আমি, তুমি কোনোদিন আর পেছনে দেখবেনা।।