দিনের আলো নিভে গেলে
ক্লান্ত পথিক'ও ঘরে ফেরে।
আর;
বারবার আঘাত খেতে খেতে
ব্যর্থ প্রেমিক'ও গুমরে মরে।
বিতৃষ্ণা'য় মন ভরে গেলে
গান'গুলোও সব বেসুরো লাগে।
ছন্দ যেখানে মিলতে না চায়
কথা'ও সেখানে ভাষা হারায়।।
আলোর ফ্ল্যাশের ঝলকানি'তে চোখ যেখানে ধাঁধিয়ে যায়
সত্য প্রেমিক অন্ধ বনে পুরোনো প্রেম'টাই খুঁজে বেড়ায়।
সব প্রেম যে পূর্ণ হবে, তার'তো কোন মানে নেই
অপূর্ন প্রেম'টাই ঊর্ধ্বে উঠে ইতিহাস'টাও গড়ে যায়।
সহজলভ্য প্রেমে'তে সেই, আবেগ'টা আর কই থাকে
চোখের জলে গড়ে তোলা আবেদন'টাই অমর থাকে।
রূপের ছটা, জ্ঞান'এর আলো, মাহাত্ম্য নেই কোনোটারই
দু'টি মনের মিলনস্থলে, খোদ ভগবান বিরাজ করে।
নারী লোভে ছুটে বেড়ানো, আর যাই হোক ভালোবাসা নয়
সত্যিকারের ভালোবাসা অপেক্ষার'ই পানিগ্রাহী।।