বর্তমান "সমাজ" এক আজব সংগঠন
মানুষে মানুষে নাই সম্পৃতি,,
এ সমাজ এখন ফেলনা বস্তু
ভার্তৃত্ব নয় বরং রক্ত মেটায় তৃপ্তি।।

  এই সমাজ এখন হাসি-ঠাট্টার ছলে
  মানুষের দুঃখ-কষ্ট দেখে,,
  ক্ষমতাবানদের ক্ষমতা ফোটে
  জ্ঞানে নয় বরং রাজনীতিতে।।
এ সমাজে সফলতা বলে আমি - দেখিনা কিছু
টাকার নেশায় ডুবেছে সব,, টাকায় সবকিছু।।

ছুটছে মানুষ ক্ষমতার নেশায়
মনুষ্যত্বকে করে বিক্রি
এজন্য আজ লোপ পেয়েছে
সৌর্হাদ্য - সম্পৃতি।।
  এ সমাজে নেই স্বাধীনতা-বন্দি এক দশায়
  মানুষে-মানুষে ঝুট ঝামেলা,, এ যেন এক পেশা।।
  
কেউ দেখেনা কারো তরে
কেউ নেয়না কারো খোঁজ
নেই নীতি- নেই ভালোবাসা সমাজে
এগুলোই চলে রোজ।।

"ভালোবাসা !" সে তো কবেই শেষ হয়েছে
যবে হয়েছে শেষ বিশ্বাস,,
এ সমাজের আজব ভালোবাসা
না দিলো পূর্ণতা আর না দিলো তার আশ্বাস।।।

এ সমাজ দেয়না ছুতে,,  সফলতার চাবিকাঠি
এ সমাজ আমায়-দেয়না হতে, সর্বাঙ্গনে পরিপাটি।।
আমি তো চাই মুক্তি -চাই স্বাধীনতা
সমাজ আমায় দেয় পিছুটান - করে বাধ্যবাধকতা।।

এ সমাজে "সম্মান" বিক্রিত মুদ্রার বিনিময়ে
সমাজ চলে দূর্ণীতিতে আর মানুষ "নয়-ছয়" এ।।
না বুঝি এ সমাজের নীতি, না পারি তা বদলাতে
না পারি আমি এই সমাজে- মনঃস্থির করিতে।।
এ সমাজ বলে টাকা-ই সব, সম্মানও টাকাতে
মানুষ মরে টাকার জন্য-দন্দ থাকে ভাইয়ে ভাইয়ে।।

মানুষ মোরা মানুষের তরে নয়,
বাঁচি ক্ষমতার বর্ণনায়,,
এ সমাজ কেমনে বদলাবে
যখন আমরাই সমস্যার অন্তরায়।।

সমাজ গড়বো সুন্দর করে,
পুলকময় করবো বাঁচতে
এ সমাজের সকল হাহাকার-যন্ত্রনা- বঞ্চনা
সমাপ্তি ঘটবে আমাদেরই হাতে।।।

মানুষ মোরা মানুষের জন্য
জীবন জীবনের তরে-
সুন্দর -সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা
এ আমাদের মৌলিক অধিকারে।।
.…...................................................
৫২ এর চেতনা বুকেতে আজ , রক্ত বন্যা বয়
যাদের ভেবেছিলাম দেশের রত্ন, তারাই দেখালো অবক্ষয়
জেগে ওঠো আপন মনে, হিটলারের মতো অবিকল
দেশটাকে আজ করতেই হবে, শ্যামলীকার ন্যায় শৃঙ্খল

( বিদ্রোহী রণ-ক্লান্ত... আমি সেই দিন হবো শান্ত )


"মৃত মানুষের চিঠি "