অপেক্ষা এক ভালোবাসার নিদর্শন
আকাশে অপেক্ষা, মেঘের মুখ খোলা
কাঁদে পৃথিবী শুনে বৃষ্টির গান আর আমি কেঁদেছিলাম
তোমার উপসংহারে মিশে থাকা এক ভালোবাসায়।।

চোখ অপেক্ষা করছে জলের; হৃদর অপেক্ষায় বৃষ্টির
বাতাসের সাথে প্রতিক্ষা করে মন' ভালোবাসা সৃষ্টির
অপেক্ষা রাতের কোনায়, চাদেঁর মিষ্টি আলোর
কাছে আসবে কি না. একটি শব্দ বলতে চাই"

চলে যাই স্বপ্নের পথে, গানের সৃষ্টি করি বাতাসে
হৃদয়ে ছুটতে তোমার সুর, ভালোবাসা হয়ে যাক অবশেষে
হয়ে যায় স্মৃতিচারণ আর তারাবাতি গোনা
ল্যাম্পপোষ্টের হলুদ আলোয় ধরা পড়ুক জোনাকিরা"

কিন্তু, অপেক্ষা হৃদয়ে ব্যর্থ, মেঘে মুছে গেছে আশা
সময় চলে যাচ্ছে তবুও ভোলা যায় না সেদিনের ভালোবাসা।
সময় হেসে নির্জন, ক্ষণের নীরব কোলে,
স্বপ্নে ভেসে থাকো তুমি যার নাই কোনো প্রত্যাশা।

অপেক্ষায় ব্যর্থ, সময়ে হারিয়ে যাচ্ছে অমিল,
ভাঙ্গা স্বপ্নে মৃত্যু হয় শুধু শোনানো শূন্য মিল।
কে জানতো, সময়ের মহাকালে
পুরানো বস্তুর আশা নষ্ট
ক্ষণভঙ্গুর হয়ে যাবে মিষ্টি স্বপ্ন সব
তুমিও বদলে যাবে অন্যের মতো।
দিব্বিই নিভে যাবে হলুদ ল্যাম্পপোষ্টগুলো।

আমার লেখা উপসংহারটাও যেন "শেষ হয়েও হবে না'
১৭ পৃষ্ঠার উপন্যাসটা যেন আর শেষ হবে না "
সময়ের ক্ষুদ্রতার সঙ্গে হারিয়ে যাবে এক আকাশিনী

সমুদ্রের মধ্যে হারানো একস্বপ্ন
কাঁপা আকাশের চোখে নীরবতা-নিষ্ঠুর স্বপ্ন
সব - সবই এক অপেক্ষার ইঙ্গিত দিবে।

তুমিও সব হারিয়ে ফেলবে চিরতরে
তবে হারিয়ে যাওয়ার আগে
একবার ফিরিয়ে নিও নিজেকে।।

সেদিন রাতের সকল আশা নিবৃত্ত,,
সকল চাওয়া পাওয়া আজ ভিন্ন আকাশে
আর শূন্যে হারিয়ে গেছে মিথ্যে কল্পনা।

অপেক্ষার ইতি,,সময়ের লক্ষ্যে মুখে হাসা,
আশার পথ হারিয়ে,,অনুভুতিগুলো আজবিরক্ত।
আর করতে চায় না তারা আহাজারি
আশা হারিয়ে তারা এখন মিষ্টি স্বপ্নে অনীর্বাচিত।

অপেক্ষা আর হবেনা, আশার কাঁথা কাটা
সময়ের সাথে মিলে আসবে একদিন সেই ভালোবাসা
বার বার করবো তোমার অপেক্ষা,
অপেক্ষা-অপেক্ষা... আবার তোমার অপেক্ষা