হঠাৎ একদিন কল্পনা নামক জগতে তোমার দেখা
সব যেন নিশ্চুপ হয়ে গেল,থমকে গেলো হৃৎস্পন্দন
আমি বুঝিনি তোমার মন খারাপ ছিলো
তুমি কিছু বলতে চাচ্ছো।।
তোমার মধ্যে এক কালবৈশাখীর আভাস লক্ষ্য করা যাচ্ছে
আমি বুঝিনি তুমি ভালো নেই।।
অথচ, যখন তুমি মেঘের দিকে তাকালে --তখন
আমার বুঝতে বিন্দুমাত্র সময় লাগেনি যে,
তুমি কারো অপেক্ষা করছো।

আমি গল্পের পারম্ভীকাতেই অন্তরস বুঝে গেলাম
অথচ প্রকাশ করার সাহস পেলাম না
হঠাৎ একদিন সন্ধ্যায়,গোধূলির অপরূপ আলোয় যখন
হীন আকাশের দিকে তাকালাম.....
তখন  তারাবাতি গুলো গুনতে আমার খুবই ভালো লাগছিলো...এরপর_ এক কোটি বছর কেটে গেলো।

......আমাদের দেখা হলো......
তোমার চোখের তর্যমা আমাকে মুগ্ধ করলো
আমি হাসলাম।।
আমার মধ্যে টর্নেডোর মতো বাতাসের প্রবল বেগ উত্থিত হলো
তবে কেন জানি সব ভালো লাগা মিশ্রিত হলো সেই বেগে।।
তারপর থেকে ,তোমার অপেক্ষা আমার ভালো লাগার কারণ হলো।
আমি সুখি মানুষের খাতায় নিজের নাম রেজিস্টার করলাম।

তোমার চোখ সেদিন অপেক্ষায় ছিলো জলের
হৃদয় অপেক্ষা করছিলো মেঘ নামক বৃষ্টির
বাতাসের সাথে মিশে প্রতিক্ষা করছে মন
যেন ভালোবাসা সৃষ্টির ।।

অতঃপর.. ভালোবাসা নামক রুপকথার জগতে প্রবেশ

ল্যাম্পপোস্টের হলুদ আলোয় জোনাকির খেলা
সোডিয়াম আর নিয়নের নিষ্ক্রিয়তার মেলায়
তোমার চকিত চাহনিতে মুগ্ধ হয়ে
আমি তোমার চোখে হারিয়ে গিয়েছিলাম।।

আমি কখনো সমঝোতা করিনি,,
কারো যশ-খ্যাতির সাথে তবে সমঝোতার বোঝা
ঘাড়ে নিয়ে হারিয়ে গিয়েছিলাম সেই রূপকথার রাজ্যে।।

তারপর একদিন
তোমায় নিয়ে কাব্য সাজালাম আমার আমার শৈলীকলায়
কবিতা,গান,কাব্যের সুরোধারা বজায় রাখলাম
এভাবেই চলতে থাকলো , চলবে - চলতেই থাকবে চিরকাল
না ঘটুক বিচ্ছেদ ,না হোক শেষ - এই রুপকথার