এ কেমন বর্বরতা?
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)
এ কেমন বর্বরতা?
চায়-না দেশ-জনতা!
ফিরিয়ে দে মোর স্বাধীনতা-র
মৌলিক অধিকার।
নয়তো বাংলা ছাড়।
এ কেমন নৈতিকতা?
বলছি, তাদের কথা!
সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে,
করছে অহংকার।
এখনই বাংলা ছাড়।
এ কেমন সাফল্য-তা?
তুচ্ছ যেথায়, জাতির কথা!
না পায় যদি, দেশের মানুষ
ন্যায্য অধিকার।
এখনই বাংলা ছাড়।
এ কেমন কোটার নীতি?
একের পর এক স্বজন প্রীতি!
আবাল জাতি বঞ্চিত হয়,
উচ্ছ্বাসে সরকার।
এখনই বাংলা ছাড়।
থামিয়ে দে তোর নীতির কথা
শুনবে না আর এই জনতা,
নেই তোদের আর এই মাটিতে,
থাকার অধিকার।
এখনই বাংলা ছাড়।