টুঁটি চেপে ধর,
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)
স্বৈরাচারের টুঁটি চেপে ধর,
শিংহের হুংকারে,
দালাল-দোসর, সবাই যেন,
স্বাধীন বংলা ছাড়ে।
টুঁটি চেপে ধর, অসঙ্গতির,
না যেন দাড়াতে পারে।
আর যেন না লঙ্ঘিত হয়,
জনতার অধিকারে।
টুঁটি চেপে ধর, স্বার্থবাদীর,
দেশ বাঁচানোর তরে,
টুঁটি চেপে ধর, সন্ত্রাসীদের,
যেন পালিয়ে-ই মরে।
টুঁটি চেপে ধর, অপ-রাজনীতি,
হয়ে যাক ছারখার।
স্বাধীন দেশে আর যেন নয়,
শোষণের হাতিয়ার।
টুঁটি চেপে ধর, আমলাদের ঐ
চাটুকারে হয় যত,
মুছতে হবে, বাংলা মায়ের
হৃদয়ে লুকানো ক্ষত।
টুঁটি চেপে ধর, অবিচার যতো
রুখিতে বাংলা হতে,
অর্জিত সেই স্বাধীনতা ফের,
ফেরাতে স্যাম পথে।
টুঁটি চেপে ধর, দূর্নীতি আর
দুঃশাসনের সবি,
টুঁটি চেপে ধর, চাটুকারে যদি
বাংলা মায়ের কবি।
টুঁটি চেপে ধর, প্রচলিত সব
দুঃখ দুর্দশার,
ভোগান্তি আর না হয় যেন,
বাংলার জনতার।
টুঁটি চেপে ধর, হলেও সে তোর
মায়ের পেটের ভাই,
তবুও "স্লোগান" শোষণ মুক্ত,
স্বাধীন বাংলা চাই!
বাংলা মায়ের পাক ভূমিতে,
নেই তাদের অধিকার।
গর্জে উঠুক, বীর সেনানীর,
বংশীয় হাতিয়ার।
নয়তো তোদের অধিকার হবে,
তিলে তিলে নিঃশেষ!
লঙ্ঘিত হবে স্বাধীনতা তোর,
স্মৃতিতে স্বপ্ন শেষ।