রক্তাক্ত বাংলা,
        এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

বিধাতার মহিমা দেখেছি বলেই
লিখেছি কলমে তাই,
বাংলার প্রতিটি মানুষ আমার
হৃদয়ের বন্ধনে আত্মার ভাই।

একাত্তর সে-দিন দেখিনি তবে,
রক্তাক্ত বাংলা দেখেছি সবে,
সময় বলে-দিচ্ছে আমায়
স্বৈরাচারের পতন হবে।

রক্তঝরা বাংলা দেখে
নতুন বিশ্ব করবো জয়,
এই যেন এক করুণ ইতিহাস
ছাড়ানো বিশ্বময়।

রক্তাক্ত বাংলা শান্ত মানেই
দাদার নয়নে ভয়,
তাই এসবের পেছনে পাবে
দাদাকে-ই নিশ্চয়!

গুম-খুন রাহাজানি চালিয়ে ওরা
দমাতে পারেনি আজো,
নিন্দার ঝড় তুলছে এখন,
বিদেশী শাসক রাজ-ও!

হবে নিশ্চয় জালিমের ক্ষয়,
মজলুম মুক্তি পাবে।
বাংলার বীর উঁচু করে শির
বিশ্বে ছড়িয়ে যাবে।

রক্তাক্ত বাংলা রহম করো আল্লাহ
শান্তি ফিরাও ঘরে,
আর যেন এই বাংলায় কারো
রক্ত নাহি ঝরে।

বিজয়ের হাতছানি দেখিতে পেলাম,
গুছিবে মনের সংশয়,
স্বৈরাচারের পতন মানে-ই
গণমানুষের জয়,
হবে দেখো নিশ্চয়!