"পদ্মা সেতু"
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)
নিজের টাকায় "পদ্মা সেতু"
তবে, ঋণের কিস্তি কেন?
গণমানুষের মনের মাঝে
একই প্রশ্ন যেন!
আমার দেশের মানুষ গুলো
যদিও বোকার দলে!
সুযোগ পেলেই দোষ কী-বা গুণ
সবাই খুজিয়া চলে।
আর কতকাল বানিয়ে বোকা
রাখবে মোদের বল !
সকল সত্য প্রকাশ করার
এইতো সময় হল।
রাজস্বে কম দেয় না জাতি
বাজেট ও দেখছি বেশ।
দেশের টাকায় "পদ্মা সেতু"
ঋণ কেন নয় শেষ?
জাতির মাথায় ঋণের বোঝা,
উঠলো কেমন করে?
পদ্মা সেতুর অর্থ কেন,
ভিনদেশীদের ঘরে?
উন্নয়নের সুফল কেন,
যাচ্ছে অন্য দেশে?
আমার দেশের মানুষ বুঝি
মিথ্যা গিলবে হেসে!
মুখ ফসকে বলতে যদি
আসল সত্য খানা !
চাইলে জাতি করতেও পারে
ভুলের মার্জনা।
নয়তো ধুঁকেই মরতে হবে
দম্ভ যেদিন শেষ।
দেশের মানুষ বলতেও পারে
সাবাশ বাংলাদেশ।