" সম্মাননার আশায় নহে "
            এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

"সম্মাননার আশায় নহে"
লিখছি বারংবার!
এই লিখনীর বদৌলতে
করেন যদিও পার।

ধন্য আমার জীবন খানা
কষ্ট হলেও ভবে,
সম্মাননার পর্ব যদিও
পরের ঘরেই হবে।

শিখবে যদি বিন্দু কিছু
মানবকূলের এক-এ !
তুষ্ট যদি হবেন প্রভু
এহেন কর্ম দেখে !

দেশ ও জাতির কল্যাণে যদি
আমার কলম হয়!
সম্মাননার কী প্রয়োজন
আমি কী জাতির নয়?

এই বাসনায় কলম চলে
রাত কী-বা দিন সদা,
কখনো যেন বিমুখ নাহয়
যিনিই আমার খোদা।

সর্ব-শ্রেষ্ঠ জেনেছি তাঁকেই
যাঁর হাতে মোর প্রাণ,
চাইলে তিনি দিতেই পারেন
অজস্র সম্মান।