কোটার চিপায়...
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)
দেশ কেন আজ "কোটার চিপায়"
রইলো পিছনে পড়ে?
আমার দেশের মেধাবী প্রমুখ;
বিদেশ কেন-ই গড়ে?
দাদার কোটায় নাতির কর্ম,
নয় কী ধান্ধাবাজি?
ঘুষের টাকায় লিখেছে কেন-ই
স্বাধীন দেশের কাজী?
জ্ঞানের মুল্য কোথায় বলো,
কোটায় চাকরি হলে!
এইভাবে কী রাষ্ট্র হতে,
দুর্নীতি রোধ চলে?
রাষ্ট্র-যন্ত্র ঘুমিয়ে কেন?
কোন সে কোটার ফাঁদে?
কোটা বিরোদী আন্দোলনে-ই
দেশ কেন আজ কাঁদে?
হাজার প্রশ্ন জাতির মনে,
কোথায় জবাব পাবে?
"কোটার চিপায়" দেশ ও জাতি
কার কাছেই বা যাবে?
কেই-বা দেবেন প্রশ্নে জবাব?
জ্ঞান-গরিমায় বেশ!
লোভেই বন্দী, যতোই ফন্দি,
তিনিও কোটায় শেষ।