করবো-ই প্রতিবাদ!
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)
বঙ্গবন্ধুর আদর্শকে
রেখেছি বুকে-ই ধরে!
তাই বলে কী তোমার অন্যায়,
দেখবো চুপটি করে?
বঙ্গবন্ধুর আদর্শ তাই
সবার ভালো-ই চাওয়া,
নৈতিকতার শিক্ষা আমার,
বাবার কাছেই পাওয়া।
অসঙ্গতি'র দেখলেই তবে,
করবো-ই প্রতিবাদ!
বাংলা মায়ের সন্তান সবে,
কেন যে পক্ষপাত?
বাকস্বাধীনতা রুখতে তোমার,
কেমন অসংগতি?
লঙ্ঘিত কেন জাতির চাওয়া?
শোষণেই বিস্তৃতি।
চায় না জাতি, এদেশের মাটি,
কখনো বিলীন হয়।
ন্যায়পরায়ণ মানুষ হলেই,
প্রতিবাদী পথে রয়।
নিরস্ত্রদের বুকেই কেন?
চলছে তোমার গুলি,
পরাধীনতায় বন্দী কেন,
তোমার মুখের বুলি?
দেশ বেচিবার তরেই যদি,
নয় তোমার এই ফন্দি;
করছো কেন প্রজন্মকে,
অপবাদে-ই বন্দী?
নিরস্ত্রের ঐ রক্তে কেন
রণ্ঞ্জিত তব হাত?
কেনো যে তাদের দিয়ে যাও ফের,
লঙ্ঘিত অপবাদ?
স্বৈরাচারের পতন ঠেকানো
যায়নি কখনো কভু,
ইতিহাস জেনে বোকার মতোই,
কর্ম করেছো তবু।
স্বৈরাচারেই পুর্ণ ছিলো,
পৃথিবীর যতো দেশ,
ঘৃণায় পতন হয়েছে সবার,
ইতিহাসে যার শেষ।