হার মেনেছে...
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)
হার মেনেছে, একাত্তরের
বর্বরতা-ও আজি,
নেই বুঝি! আজ স্বাধীন দেশে,
বিবেক-বোধের কাজী।
কোন পথে আজ রাষ্ট্র চলে,
সন্ত্রাসীদের নিয়ে?
চিন্তিত বেশ, দেশের মানুষ,
থামবে কোথায় গিয়ে?
স্বাধীন দেশের বিদ্যাপীঠে
দুর্দশা ক্যান আজি!
ছাত্র কেন কলম রেখে,
করছে অস্ত্র-বাজী!
স্ব প্রনোদিত আদেশ কেন?
দেয় না বিচারপতি!
ন্যায়-পরায়ন রাষ্ট্র হলে,
কী-বা এমন ক্ষতি?
আইন-আদালত, জিমি দশায়,
পুতুল সেজে-ই নাচে,
ধরনা দেবো ন্যায়ের আশায়
বল-তো কার কাছে!
ভয় নাহি পায়, সন্ত্রাসীরা,
দাদা-ই যখন পাশে!
হুকুম তামিল করতে এখন
ভিনদেশীরা-ও আসে।
তাইতো আমার বিদ্যাপীঠে
চলছে রক্ত খেলা,
প্রতিবাদের মশাল নিয়ে
মারতে হবেই ঠেলা।