কোন শকুনের ভয়?
        এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

জানি ! সব-ই জানি ! সত্যের বাণী,
বলতে পারি না লাজে।
বলবো তবে বিমুখ হলেই,
ন্যায়পরায়ণ কাজে।

জঙ্গিবাদের অপবাদে ক্যান,
ছাত্র বন্দী হবে ?
দেশ বিক্রির ফন্দী হলেই
বলবো আমিও তবে!

আমার দেশের অর্থ কেন,
বিদেশে পাচার হয়?
সত্য কথা বলতে আবার
কোন শকুনের ভয়?

সংবিধানেই বলছে যখন,
দেশের মালিক জাতি !
কোথায় গেলো সেই জনতার,
অতীত কালের খ্যাতি?

নিষ্পেষিত হচ্ছে কেন,
গরিব জনগণ ?
"থামাও এ-সব" নয়তো মুখোশ
খুলতে যতক্ষন।

বাংলা মায়ের দামাল যখন,
উঠবে আবার ফুঁসে!
দিব্যি ঘুমেই মরণ হবে,
ফিরবে না কেউ হুঁশে।

ফিরিয়ে দাও 'হে' বাংলা মায়ের
সম্ভাবনার দ্বার।
নয়তো কেহ-ই পারপাবে না,
এই জমিনে আর।