সবাই-তো আপন...
        এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

হাতের পাঁচটি আঙ্গুল যেমন
সমান নাহি হয়!
ঠিক তেমনি এই দুনিয়ার
সবাই তো এক নয়।

একের দোষে সবাই দোষী
হয় যদি এই ভবে,
বলতে পারেন! আমরা সাধু,
হলাম কখন? কবে?

দোষটি নাহি খুঁজতে চলি
গুণ খোঁজাটাই ভালো,
আমায় দেখে শিখবে যদি
সত্য-ন্যায়ের  আলো।

ভুলটি তাদের শুধরে নেবে
মুক্ত হবেই পাপে!
থাকবে না কেউ অন্ধকারের
তিক্ত অভিশাপে।

বসুন্ধরার মানুষগুলো
সবাই-তো আপন,
আঘাত নাহি কাউকে দেবো,
এই করি তাই পণ!