" বয়কট "
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)
ইজরাইলে পণ্যগুলো
আনব না আর ঘরে,
"বয়কট" এবার করতে যাবো
তাদের এক-এক করে।
দালান দোসর সঙ্গী তাদের
ছাড় পাবে না কেহ,
যাদের টাকায় অবুঝ শিশু
হারায় মায়ের স্নেহ।
প্রতিবেশী ভারত কিংবা
বৃটিশ কীঃ মার্কিন,
সঙ্গী যারা ইহুদীবাদের
ঘনিয়ে তাদের দিন।
হয় যদিও বিশ্ব-মোড়ল
ছাড় পেতে নেই রাস্তা
মুসলিম যত ভূমন্ডলে
সবাই এক আত্মা।
ছাড় দিয়েছি তাই বলে কী
দিয়েছি তাদের ছেড়ে?
বিশ্ব মোদের, রাজত্ব টাও
নেবোই এবার কেড়ে।
বুকভরা সেই সাহস মোদের,
খোদার কাছেই পাওয়া!
শুধরাতে-না পারবি যারা,
করবো তাদের ধাওয়া।
"বয়কট" করে মারবো তাদের
চালবাজিতে-ই যারা,
মুসলিম মোরা নয় কভুও
ছিলাম সর্ব-হারা!
আল্লাহ মোদের সহায় সদা
বক্ষে ঈমান আছে।
মরলে শহীদ, বাঁচলে গাজী,
ভয় কী মোদের কছে?