তিক্ত সত্যি কথা,
       এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

কথায কথায় চামচা বলে
চুপ হয়ে-যা শালা,
প্রতিবাদী কন্ঠ যতো
সবার মুখেই তালা।

রাষ্ট্রে যেন কেউ না বলে
তিক্ত সত্যি কথা,
সবাই যেন মূখর থাকে
রাজার সফলতা।

কেউ না থাকুক ন্যায়-নীতিতে
চোরেই ভরুক দেশ,
রডের বদল বাঁশ দিলে কী,
দিচ্ছে অনেক বেশ।

উন্নয়নের মহড়া চলে
কোটায় বন্দী তবে,
চামচামিতে যোগ্য হলেই
তোমার চাকরি হবে।

বঞ্চিত প্রায় হচ্ছে তবে
সুখেই আমার জাতি,
দেশ বিদেশে ছড়িয়ে পড়ুক
মিথ্যে রাজার খ্যাতি।

ন্যায্য-অধিকার চাইতে গেলেই
লাশ হতে হয় দেশে
এই যেন এক কলির শাসন
চলছে ভদ্র বেশে।

ন্যায়-নীতিতে চলতে গেলে
ভরবে চৌদ্দ শিকে,
হাজার পাপের পাথর ছুড়ে
করবে জীবণ পিকে।

এই যেন এক ভিনগ্রহীদের
ভিন্ন নীতির দেশ,
দুর্দশাতে পড়ে-ই জাতির
দুঃখে জীবন শেষ।