স্মৃতির অন্তরালে...
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)
আজও "স্মৃতির অন্তরালে"
চেপে রাখা ইতিহাস
শাপলা'র বিভীষিকা
রঞ্জিত নীল আকাশ।
ভুলতে পারেনি জাতি
কেটে যায় পাশ;
সে দিনের তাণ্ডব-ও
নয় উপহাস।
শাপলার কালো রাত,
আজও করে চিৎকার
আজও শহীদের আত্মায়
দিয়ে যায় ধিক্কার।
মানুষের আহাজারি,
যদিও আকাশ ভারি!
"রহমতে খোদা" তার,
হবে প্রতিকার।
ফেলানীর চিৎকার
বাংলার আকাশে,
পিলখানা ট্রাজেডি-ও
মিশে আছে বাতাসে।
সাগর-রূনী'র কথা
যায় কী সহজে ভোলা?
বিশ্ব-বিজিৎ "ওরা"
গরিবের পোলা!
ঘর-দোর নেই যার
নেই চাল-চুলা,
এই ভেবে বেঁচে যাবে
দরজা-তো খোলা।
তনু,নুসরাত সহ
আছে যতো নাম!
সিনহা'র রক্তে-ও
পাইনি-কো দাম।
স্মৃতি অন্তরালে...
যদিও গোপন তবে,
নিশ্চয় সব তার
প্রমাণিত হবে! হবে!
সেই দিন থাকবে না
ক্ষমতার রেশ,
তিলে-তিলে হয়ে যাবে
গড়া সব শেষ।