হাসির পরিবেশ !
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)
মুক্তিযোদ্ধা নামটি বেচে
চলছো কেন রে ভাই?
আমারও ছিল যোদ্ধা বাবা,
নাম তো বেচি নাই।
যুদ্ধ করেছে একাত্তরে,
"বাবা" এদেশের তরে!
নাম বেচে কী লাভ বল তো?
সুফল বিলীন ঘরে!
একাত্তরের যোদ্ধা বাবা,
শহীদ, নয়-তো গাজী !
কিন্তু মোরা দেশের বোঝা,
নয়কো কাজের কাজি।
বাবার নামটি বেচবো কেন?
আমারও তো নাম আছে!
শখেই রাখা নামটি আমার,
"প্রিয়" সে বাবার কাছে।
কলঙ্কিত করছি মোরা,
নামটি সেই বাবার;
বিনিময়ে চাইছি শুধু
খড়-কুটো পাবার।
কান্ড আমার দেখেই সবে
দাঁত কেলিয়েই হাসে,
নানান কথা বলছে মানুষ
হয়তো চতুর্পাশে।
এই যেন আজ অর্জন আমার,
হাসির পরিবেশ!
শিয়াল কুকুর হাসবে তবে
বাবার মান-তো শেষ।