টাপুর টুপুর বৃষ্টি পরে
আজকে বাদল দিনে;
মনটা বড়ই ছট‌্ফটে আজ
তোমায় পড়ে মনে।
বর্ষাস্নাত দিনের শেষে
নিবলো যখন আলো,
পশ্চিমের ঐ আঁধার যেন
তোমার চুলের কালো।
পথের কাদা কেন জানি না
লাগছে না আর মন্দ,
ভেজা মাটির মধ্যে যে পাই
তোমার গায়ের গন্ধ।
তোমার কথা ভেবে ভেবেই
গরম চায়ে চুমুক;
আজ আর আমি চাই না
যেন, এই বৃষ্টি থামুক।