ওদের মুখে মানুষটি ভালো, একথা শুনতে পাওয়া বড্ড কঠিন !
ওরা কেও কাওকে চুপিসারেও একথা বলবে না,
কিছু না কিছু খুঁত বার করবেই।
ওরা জানে কিভাবে কি সুন্দর  খুঁত ধরে কত পথ এগিয়ে যাওয়া যায়!  
তার সব ভালো ঢাকা দেবার জন্য একটা এুটি বিচ্যুতি যথেষ্ট।
হ্যাঁ তোমাকে ভালো সে বলবে, যেদিন তুমি মৃত!
সেদিন ওরা তোমাকে ভালো মানুষ বলবে,
কত কত ভালো কথা বলবে তোমাকে  নিয়ে!  


ওরাই তোমার চারপাশ ঘিরে আছে
ওদের তোষামদের নির্দিষ্ট ঘরানা তোমাকে নেশাই বুঁদ করে রাখবে!
ওদেরই কত আপন ভেবে বুকের কাছে টেনে রেখেছো!
ওদের বোঝা অত সহজ না , তেলমারা শিল্পের এরা নিপুন শিল্পী !
ওদের তুমি ঘৃনা করতেও পারবে না ওদের চেহারায় অদ্ভুত সারল্য তুলে ধরা!


তুমি যতই ভালো কাজ করো ,তোমার অবর্তমানে ভালো মানুষ কথাটি তুমি ওদের মুখে কখনো শুনতে পাবে  না!
অথচ তোমার কাছ থেকেই সব সুযোগ সুবিধা ওরা নেবে!
ওরা বড্ড শয়তান, ওদের চেনা দরকার,
ওদের মুখোশ খুলে আসল রুপ খুঁজে বের করাটাই  সব আগে প্রয়োজন!
না হলে তুমি না শুনলেও,
লাশ কাটা ঘরের সামনে তোমার সরকারি নম্বর সাটা মৃত দেহ শুনবে মানুষটি কত ভালোছিল!
তবে এটা ঠিক ওরা তোমার স্মরণ সভায় অনেক ভালো কথা বলবে।
তুমি কি সেদিনের অপেক্ষা করবে?