ভাঙা মনের টুকরো জুড়ে , নতুন সে কি হয !
তবু মন, মানতে যে না চাই !
হাজার মাইল পথ মাডিযে  তোকেই খুঁজে যায!
জীবন চলে নিজের রেখায়, যতই রেখা আঁক !
শব্দ স্মৃতি বুক আগলে  মানুষ খুঁজে যাক।
ভাঙা বাসায় তাকিয়ে থাকা  পাখির চোখে জল।
নিজের কাছে নিজেকে লুকিয়ে নিজের সাথে ছল!

ভাঙা মনের টুকরো জুড়ে, নতুন সে কি হয়!
কেও কি কখনো ,নদীর বুকে হারিয়ে যাওয়া
ঢেওয়ের  হিসেব চাই।
নৌকা ভাসার শব্দে নতুন কত কিছু জানা  যায।
এক নিমেষে ,কত চিৎকার কত কোলাহল চুপ হয়ে যায।
একার জীবন ,একাই কোথায় হারিয়ে যেতে চাই।
পুরনো লোহায় রঙ মাখিয়ে জাহাজ গডা যায,
প্রতিশ্রুতির বন‍্যা বয়ে ,কিন্তু ভরসা কি করা যায়?
বারে সুর তুলে বলতে হয় , কি সুন্দর কি সুন্দর , বাহ বাহ !
তবু ,ভাঙা মনের টুকরো জুড়ে ,নতুন সে কি হয়!