সারাদিন বৃষ্টি ,সাময়িক বিরতি থাকলেও
গুমোট বাতাস দমবন্ধ দুপুর।
ওরা রাস্তায়, ওরা প্রতিবাদের  আগুন বুকে  এগিয়ে চলেছে।
ওরা কেও আমাকে মেয়ে বলছে, কেও বোন,কেও দিদি ।
ওদের এ ডাকে কোন কৃত্রিমতা নেই , নেই কোন স্বার্থ ।  
পুরোটাই প্রান ভরা ভালোবাসা!
ওরা কখনো তিলোত্তমা, কখনো অভয়া বলে ডেকেছে।
আমার  সমস্ত যন্ত্রনা  ওরা নিজের করে নিয়েছে।
ওরা উত্তর বঙ্গের না দক্ষিণ   এ প্রশ্ন মুল্য হীন ।
ওরা ধনী না দরিদ্র কোন কিছুতেই কিছু এসে যায় না।
ওরা মানুষ, মেরুদন্ড  সোজা করে প্রতিবাদের প্রতিক !  


সারাদিন  বৃষ্টি ,সাময়িক বিরতি থাকলেও
গুমোট  বাতাস দমবন্ধ দুপুর!
সেদিন রাতের আকাশের বুকে কোন  মেঘ লুকিয়ে ছিল কিনা জানি না!
কিন্তু শয়তান নখের আঁচরে  যন্ত্রনা কাতর শরীরের  ছটফট , রাত জাগা পাখিদের  আর্তনাদ হয়ে ছড়িয়ে পড়েছে !
ভারত মহাসাগরের প্রবল জলোচ্ছ্বাস ছাপিয়ে,
মাঝ সমুদ্রে  ঢেও ভাঙা নাবিক  অবাক চোখে   দেখেছিল বাতি ঘড়ের আলোর  ক্রমাগত কম্পন !
এ অপরাধের শাস্তির দাবি কোন গণ্ডিতে বাঁধা  আন্দোলন  হয়ে থাকতে পারে ?  
আগামীর  আগমনীর নতুন সুর  নতুন শপথ
নারী মুক্তির নতুন ভাষা,  নতুন পথ!
ওদের একটাই দাবি জাষ্টিস ফর আর জি কর।