অনেক দুর থেকে আমার বোন বলছে, ওখানে হাসপাতালের চেনা গন্ধ নেই,নেই চেনা মুখগুলো!
আমার আকাশ কত বড়,সে আকাশে কত  পাখি প্রান খুলে ডানা মেলে।
মা জানো, আমার যন্ত্রনা আমার কষ্ট  কত কত বোন দের বাঁচিয়েছে!
এবার সভ্য সমাজে বুক ফুলিয়ে ঘুরেবেড়ানো অসভ্যরা লুকোতে ব্যাস্ত।
শয়তান গুলো শুধু আর জি করে না,সমাজের আনাচে কানাচে দাপিয়ে বেড়ায় !
ওদের মাথায় অদৃশ্য ছাতা।
মা তোমার  কত শত শত ছেলেমেয়ে রাস্তায় ।
মা ওদের  হাতে  শিরদাঁড়ার মডেল .ওরা যে ডাক্তার
ওরা চোখে আঙুল দিয়ে বাঁকা শিরদাঁড়া দেখিয়ে দিচ্ছে ।
কে চাই বাঁকা শিরদাঁড়া ঢেকে বাঁচতে ?


অনেক দুর থেকে  আমার বোন বলছে, ওখানে হাসপাতালের চেনা গন্ধ নেই,নেই চেনা মুখগুলো।
সে রাতের গুমোট  দমবন্ধ করা যন্ত্রনা থেকে অনেক দুরে খোলা আকাশের নিচে যখন চোখ মেলে দেখি  
তখনও তোমার চোখের জল চোখ এড়াই নি।
তুমি সবার অলক্ষে অঝোরে কেঁদে  চলেছো।
আমায় খুঁজে চলেছো পুরনো ছবির স্মৃতিতে।


অনেক দুর থেকে আমার  বোন বলছে, ওখানে হাসপাতালের চেনা গন্ধ নেই,নেই চেনা মুখগুলো!
মা ওরা প্রতি দিন  প্রতিমুহূর্ত কি যত্ননা দিয়েছে , তোমায় বলতে পারি নি ।
তোমার চিন্তার কারন হতে চাই নি !
ওরা মানুষ বেশে শয়তান! ওরা সব পারে !
ওদের ভয়ঙ্কর মুখ লুকনো  মুখোশে  , ওটা খুলতেই হবে।
আমি দুর থেকে একটু প্রাণ ভরে নিশ্বাস নিতে নিতে চিৎকার করে বলবো
মা তোমার মেয়ে বেঁচে আছে রাস্তায় নামা শত শত মানুষের মাঝে।
মা আর কোন মেয়েকে  আমার মতো যন্ত্রনায় ছটফট করতে দিও না!  
ও শয়তান দের কোন ক্ষমা নেই।
মা ,আজও আমি হাসপাতালের সেই চেনা গন্ধ খুঁজি।