শিল্প সাহিত্যের কারিগরদের পিছনে ফেলে,
তেল মারা শিল্পের কারিগররা কি সুন্দর সামনের সারিতে চকচক করছে।
কি সুন্দর অভিনয়, কি সুন্দর তেল মারতে জানে
সত্যই শিল্প নিপুন মন!
ওরা সফলতা পাবে না ভাবতেই পারে না!
ওদের হেরে যাওয়া তেল মারা শিল্পের চরম পরাজয়।
ওদের জিততেই হবে, ওদের হাতে তেলমারা শিল্পের ভবিষ্যৎ দাড়িয়ে !
শিল্প সাহিত্যের কারিগরদের পিছনে ফেলে,
তেল মারা শিল্পের কারিগররা কি সুন্দর সামনের সারিতে চকচক করছে।
কত শিল্পী এ শিল্পের হাত ধরে বুক ফুলিয়ে মাথা উঁচিয়ে হাটে।
লজ্জার মাথা খেয়ে ভুল তত্ব আওডায়।
কি সুন্দর হাসি হাসি মুখে নমনীয়তার নাটক করে
ভদ্র বেশে ভিতরের শয়তানের চামরা ঢেকে দিব্বি ঘুরে বেড়াচ্ছে।
ওদের ভিতরটা বড্ড কুৎসিত , ওরা সমাজের আবর্জনা।
ওদের প্রশ্ন করে লাভ নেই, ওদের বর্জন করতে হবে। ওদের ঝড়ের গতিতে এগিয়ে চলা,
একদিন ভালো মানুষদের ভদ্র ভাবে বাঁচার অধিকার কেড়ে নেবে।
শিল্প সাহিত্যের কারিগরদের পিছনে ফেলে,
তেল মারা শিল্পের কারিগররা কি সুন্দর সামনের সারিতে চকচক করছে।
ওরা সমাজের নিয়ম নীতি ভালো মন্দ ওসব নিয়ে বিন্দুমাত্র ভাবে না।
ব্যক্তিস্বার্থের বাইরে ওরা এক পা এগোয় না!
ওরা বড্ড লোভী, ওদের লালসার জন্য মানুষের মনে বিষ ঢেলে দেয়।
ওরা ভয় পাই তাই সামনে ওদের একটা পর্দ্দার দরকার।
ওরা মুখোশের আড়ালে কত খেলায় মত্ত ।
কিন্ত আর কত দিন?
কোন একদিন কোন এক প্রকৃত মানুষের চোখের আগুনে ওরা ঝলসে যাবেই।