দেখা হল ,কথাও বললে
কত কিছুই না বলার মতো করে বলেই গেলে !
তোমার বাগানের হলুদ গোলাপের গাঁয়ে কালো ছিটে ,
তুমি জ্যোতিষীর দুয়ারে ছুটলে।
তোমার কপালের ভাঁজে ঘামের ফোঁটা।
শত ব‍্যাসততার নামে এদিক ওদিক ছোটা।
মুখের হাসিতে কোথাও কিন্তু ভাবনা নেই।
মনের কথা নিপুন কলায়  ঢাকতে শিখলে!
তবু….