মানব পুতুল দেখেছো? ওরা কত ভঙ্গিমাতে দেহের কারসাজি দেখায়!
সেবার চরক মেলায় কান্ডারনের মাঠে মানব পুতুল এসেছিল ।
কি সুন্দর হাত পা,এক্কেবারে পুতুল পুতুল!
গানের তালে সুতোর টানে নাচা কত পরিশ্রমের কাজ।
তুমি বলেছিলে এতে আবার খাটুনি কোথায়,
স্রোতের ছন্দে পা মেলানো এতে আবার কষ্ট কিসের?
হ্যা, তবে ভাবনা আছে ।
তখনো সন্ধ্যা গাঢ় কালো মাখেনি!
মেলার ধুলো মনের আকাশে প্রলেপ এঁটেছে ,
মনের আকাশে গোধুলির ছোওয়া ।
তুমি জানতে চেয়েছিলে, কখনো পুতুল সেজেছি কি?
তোমার কথা বড্ড ঝামেলায় ফেলে।
সুতো ছাড়া নাচা আর সুতোর টানে নাচা তফাত অনেক।
মানব পুতুলের নাচে সুতো দেখা যায়
কখন কিভাবে ডান বামে চলতে হবে সবই বোঝা যায়!
সে বলেছিল ,আমরা না হয় সুতো ছাড়া নাচতে পারি!
তুমি বলেছিলে সুতো ছাড়া নাচ হয়?
তুমি আরও বললে না হয় একটা যন্ত্র বসিয়ে দাও ,ওটাই ছুটিয়ে ছাড়বে।
সে বলেছিলে সে তো পুতুল নাচ, মানব পুতুল কোথায়?
সেদিন মেলা শেষের আগে তুমি আকাশের দিকে তাকিয়ে অনেক ভেবে বলেছিলে,তোমাদের ঐ বাঁশ কাপড়ের মঞ্চে পুতুল সেজে নাচতে আর ইচ্ছে করেনা, জায়গা অনেক ছোট্ট!
আর পারছি না সত্যি আমরা হারিয়ে যাচ্ছি ।
প্রতিদিন প্রতিমুহূর্ত বেহিসেবি সুতোর টান আর ভালো লাগে না!
সব কিছু ছাপিয়ে কেউ একজন বলেছিল ,
সবাই আমরা পুতুল সেজেই নাচছি, বাকিটা শুধু সুতোর খেলা।
সব সুতো কি দেখা যায়?