কত নামিদামি বক্তা কত পড়াশোনা কত ভাবে খোঁজা, শিল্পীর স্বাধীনতা !
শিল্পী আর শিল্পকলার স্বাধীনতা কবে ছিল? কোথায় ছিল ?
এত সহজ কি বন্ধু,খুঁজেপাওয়া !
এও এক কঠিন লড়াই
কত শিল্পীর মুখ লুকিয়ে কান্না ,প্রতিদিন কত শিল্পকলা অনাদর অবহেলায় হারিয়ে যায় ।
সে বাস্তবের  পাতা লুকিয়ে লজ্জা ঢাকা যায় , অস্বীকার করি কি ভাবে।  


কত নামিদামি বক্তা কত পড়াশোনা কতভাবে খোঁজা, শিল্পীর স্বাধীনতা!
শাসকের চাওয়া শাসকের চোখ রাঙানোর কত ছলাকলা!
সব কিছুতেই শিল্পের ছোওয়া।
সব কিছুর ঊর্ধ্বে উঠে শিল্পকলার স্বাধীনতা !  
শাসকের গলায় নতুন সুর,  শিল্প স্বাধীনতার গালভরা কথা,
কিন্তু শিল্পীর স্বাধীনতা নৈব নৈব চ!
শিল্পে রাজনীতির ছোওয়া  থাকবে না তা কি হয়।
শিল্পীকে রাজনীতির রঙে ভেজানো হবে না ভাবলে কি ভাবে!
একটু আধটু রাজনীতির ছিটাফোঁটা লাগলে লাগুক , ওকে পুরোপুরি রাজনীতির রঙে ডুবিয়ে ফেলো না!  
ও যে শিল্পী ,ওর শিল্প স্বত্বা হারিয়ে যাবে অজানার গহ্বরে !