মঞ্চটা অনেক আগেই সাজানো !
লাইট সাউন্ড একশন সব কিছু নিখুঁত করে লিপিবদ্ধ!
কখন কি রঙের আলোর বাহার, কখন কোন পোশাকের চকমকানি সব কিছু মাথায় রেখে ডিরেক্টর মাথা চুলকাচ্ছে !কাঁচা পাকা চুলে , এলোমেলো ভাঙ্গা শরীরে অন্য মানুষ একজন!
নাটকের শুর থেকে যবনিকা প্রতিটা সিনের বেলের শব্দে তীক্ষ নজর ।
মঞ্চটা অনেক আগেই সাজানো !
কত মানুষের করতালির শব্দ , কত বাহবা।
শুরু থেকে শেষ সমস্ত নাটকে কত চরিত্র কত তাদের বাহার।
কত নীতি নৈতিকতার তত্ব ,কত কত পাওয়া না পাওয়া!
সব কিছুর অদ্ভুত সমাপন,কত কত বার বুকের উপর নকল ফুল চড়িযে আবার নতুন করে শুরু হয়েছে!
দর্শকের ভালোলাগায় মন ছুঁয়েছে বার বার ।
মঞ্চটা অনেক আগেই সাজানো !
বানছারামের বাগানের লকলকে সবুজ গাছ গুলো ড্যবডেবিযে তাকিয়ে ।
কত বার বানছা মরতে মরতে বেচেছে !
একরাশ অস্বস্তি নিয়ে এলোমেলো চুলের যে মানুষটির হাতে পুরো নাটকের স্ক্রিপ্ট, সেও কি বোঝে নি কখন নাটর শেষ পর্বে ?
চারপাশের মুহুমুহু হাততালির শব্দে কোথাও কি ঢাকা পরে গেল নাটকের শেষ দৃশ্যের বেলের আওয়াজ !
মঞ্চটা অনেক আগেই সাজানো !
দুপুরের চড়া রোদে নেতিযে পরা কুমরো পাতার সাখে কাঠপিপডের একান্ত আলাপচারিতা !
শিমুল ফুলের ধুলোয় লুটোপুটি খাওযা , সদ্যজাত শিশুর তিব্র চিৎকার সব কিছুর থেক বহুদূর যেতে হবে শিল্পী কে।
এবার বুকের উপর টাটকা সতেজ ফুলের বাহার !
দুর থেকে মঞ্চ খোলার আওয়াজ!
বিদায় শিল্পী , চির বিদায় ।