কুরুক্ষেত্রের সময় ভীষ্ম দুর দেখতে পেয়েছিল,
নিজের কত কাছে আছি,তবু  কখনো নিজেকে দেখেছি?
যদি  সময়ের প্রয়োজনে আমাকে মেরে ফেলতে হয়,
তবে নিজের হাতে  মেরো
অন্যের হাতে তুলে দিও না ।
তোমার হাতে মৃত্যু যন্ত্রনা অনেক কম ,
তুমি তো ভালোবাসো !
তোমার চোখে আমাকে মারার কষ্ট দেখে ,  
আমি অস্ত্র আঘাতের তীব্র যত্ননা ভুলে যাব।
আমি জানি আমার দেহে  আঘাত হানতে
তোমার হাত কেপে যাবে , চোখ ভরে যাবে জলে।
আমার মৃত্যু আমাকে শেষ করতে পারবে না
আমি চিরদিন তোমার  মনের গভীরেই থাকবো ।

কুরুক্ষেত্রের সময় ভীষ্ম দুর দেখতে পেয়েছিল,
নিজের কত কাছে আছি তবু  কখনো নিজেকে দেখেছি?
আমি জানি তুমি তো বীর ,
তোমার অনেক দায়িত্ব ,বহু কাজ ।
তোমাকে তো পারতেই হবে
যদি তোমার মন ভেঙ্গে টুকরো টুকরো হয়
তবু অন্যের হাতে তুলে দিও না।
ওদের মৃত্যু যন্ত্রনা সহ্য করতে পারলেও
ওদের হাতে মৃত্যুর ভাবনার যন্ত্রনা
আমি কিছুতেই সহ্য করতে পারি না।
ওরা আমার রক্ত দেখে উল্লাস করবে,
ওদের শরীর মন ভরে যাবে  আনন্দে ।
তুমি কি পারবে সে দৃশ্য সহ্য করতে ?
ওরা  প্রতিদিন প্রতি মুহুর্ত একটু একটু করে মারবে।

কুরুক্ষেত্রের সময় ভীষ্ম দুর দেখতে পেয়েছিল,
সে যুদ্ধের মাটিতে পান্ডুপুএের তীরে ক্ষত বিক্ষত,
তবু তাদের চোখের জলে কষ্ট ধুয়েছিল।
তোমাকে অস্ত্র যদি ধরতেই হয়,সে আঘাত পিছন থেকে এনো না ।
আমরা তো বেশিদূর দেখতে পাই না ,
নিয়ম করে না দেখার অভ্যেস করতে করতে
কাছের জিনিসই ভালো করে দেখতে পাই না!
দুর, সে তো সত্যিই বহুদূর ।