চলো যায় আবার একটু ঘুরে দাঁড়াই,
অনেকটা পথ এখনো যে বাকি!
সেদিন যারা তানপুরার তার ছিঁড়েছিল,
তাদের হাতের রক্তের ছাপ তোমার দুয়ারে।
তুমি নিরব, তুমি তো বধির নও
তোমার গলার সুরে সেই স্বর হারাতে দাওনি !
চলো যায় আবার একটু ঘুরে দাঁড়াই,
অনেকটা পথ এখনো যে বাকি!
তখন কারা কোথা থেকে ফিসফাঁস করেছিল ,
ওদের তো কখনো দেখিনি।
ওদের হাতের তালুতে জমা ধুলো।
ওদের নিশ্বাসে সমুদ্রের গর্জন !
ওদের ভাষা, ওদের শব্দ সব কিছুতেই নতুনত্ব।
ওদের বলতে শুনেছি গ্রিল করে দিল,
ওরা বলে রোস্ট করে দেব।
ওরা পাড়ার রকে আড্ডা মারে ,
ওদের কাছে কত কিছু জানা যায়!
চলো যায় আবার একটু ঘুরে দাঁড়াই ,
অনেকটা পথ এখনো যে বাকি!
তোমার ত্রুটি খোঁজার মানুষের অভাব হয়নি,
কিন্তু কজন তোমার ভালো খুঁজেছে ?
তোমার চলার পথে তোমার হাতে, তোমার কাজে,
সবটাই কি নিখুঁত হয়?
সে উত্তর অজানা না।
তবু কেন ,তোমার মাঝে যন্ত্রের ঘড়ঘড়ানী খুঁজি ?
তখন চেনা মানুষের পথ হারিয়ে সামনে চলেছি,
ওরা সব যন্ত্রমানবের মন খুঁজছে ,
আমি কি সত্যি যন্ত্র হয়ে গিয়েছি?
কে যেন শরীরে নাড়া দিয়ে বলেছিল,
এসব কেন ভাবতে যাব !
এভাবেই তো সুরে সুর ,তালে তাল মেলাতে হয়।