বহুদিন পর ডানলপ যাচ্ছি  বাইক চালিয়ে ,
কোন চাপ তাড়া কিছুই নেই,
একদম ছুটির  মেজাজ ।
বিটি রোডের উপর  অনন্যা কে দেখলাম ,কোমর ভাঙা শীর্ণ শরীর , মেদ মাংস হীন নিস্তেজ !
তবুও টানাটানা চোখের লাজুক চাওনি।
একসময় দশকের বেড়া জাল ছিন্ন করে কত  মানুষকে বুকে আগলে  তাদের দুখ ভুলিযেছে ।
কত মানুষ তোমার কোলে মুখ গুঁজে চোখ মুছেছে ।


ইচ্ছে হল তোমার ভাঙা চোরা  মনের এলোমেলো চুলে হাত বুলিয়ে  জিঙগেস করি সোনালী , নারায়নী ওরা সব কেমন আছে!  
তোমার যন্ত্রণা কাতর চেহারার দিকে তাকানো যাচ্ছে না!
কি অভদ্র ভাবে পিছন থেকে হর্ন  মারছে ষ্টোন চিপ ভর্তি  লড়ি !  
ওর তাড়াহুডোতে জানলাম , বাইক সরাতে হবে  পাথর বালি জমা হচ্ছে ।
নতুন করে কনষটাকসন হবে।
শপিং মল হবে ,সিনেমা হল ভেঙে,  ইমারতের চাকচিক্যে মেতে উঠবে  সকলে  ।
আর কখনো খুঁজে পাব কি হারানো অনন‍্যা কে ?
সেই কোন ছোট্ট বেলার, অনন‍্যা সিনেমা হল!
বড় পর্দায় সব কিছু কত বড় দেখেছি!
সুখ দুঃখ কত বড় বড়!
শপিৎ মলে সুখ  কেনা যাবে কি ?
টাকা পয়সার খেলা আর ভালো লাগে না।
অনেক অনেক দুখ বিনিময় করে, একটু একটু সুখ দেবে গো তোমাদের শপিৎ মল ?