সে বলেছিল, সে তাঁর ভগবান কে দেখেছে !
তুমিও কি  তোমার ভগবান কে দেখেছো?
সেদিন দিনের আলো নিভে  গিয়েছিল , আকাশ ছিল মেঘে  ঢাকা!
সে হাসপাতালের বেডে একমাত্র ছেলেকে  রেখে এসেছে,
জীবন মৃত্যুর টানাটানি চলছে!  
এ লড়াই জিততে অনেক অনেক টাকার দরকার
সমস্ত সম্পদ এক করেও এ টাকা জোগার হবে না!
সে জানে না এভাবেই কি হেরে যেতে হয়,
এভাবে ওরা শেষ হয়ে যায় কি?


শরীর ছেড়ে দিয়েছিল,হাসপাতালের ভিজিটর রুমের চেয়ারে বসে ,কত কিছু  মাথায ঘুরপাক খাচ্ছে ।
তার পাশে যে মহিলা বসেছিল,তিনি হয়তো কিছু বুঝতে পেরে আলাপ করেছিল !
সে বলেছিল ওনার ছেলেরও অপারেশন হচ্ছে তাই উনি অপেক্ষা করছে!
সেই মানুষটি,সব কথা শুনে মহিলা বলেছিল
সব ঠিক হয়ে যাবে চিন্তা করবেন না, সবার উপর ভগবান আছেন।

লোকটি পাগলের মত ছুটেছে ,ছেলেকে বাঁচাতে টাকা দরকার,
শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত কোথাও কিছু করতে পারে নি।
48 ঘন্টার মধ্যে অপারেশন না করাতে পারলে সব আশা শেষ।
লোকটি হাসপাতালের চেয়ারে পরাজিত যোদ্ধার মত নির্বাক!
সেই মহিলা পাশে বসে বললেন চিন্তা করবেন না ভগবান আছেন।
লোকটি জিজ্ঞেস করেছিল ,উনার ছেলে কেমন আছে ?
মেয়েটি বলেছিল, কাল যে ছেলের অপারেশন হয়েছে ও খুব ভালো আছে ,আজ আমার আর এক ছেলের অপারেশন তাই অপেক্ষায় আছি।

লোকটি কিছু বোঝার আগেই  মেয়েটি  অনেক মানুষের ভীড়ে কোথায় হারিয়ে গেল, কিছুতেই খুঁজে পেল না!
তার পকেটে ফোন বেজে যাচ্ছে , হাসপাতালের ফোন  
এক্ষুণি ওটি হয়েছে ডাক্তার বলেছেন ‘পেসেন্ট আউট অফ ডেনজার’।
কথা গুলো বিশ্বাস হচ্ছিল না !
লোকটির শুধু একটাই কথা মনে হয়েছিল এতগুলো টাকা কোথায় কি ভাবে, কে? সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে!
লোকটি ছেলের কাছে,  ছেলে সুস্হ হয়ে ঘরে ফিরবে  
এক নিমেষে  অন্ধকার দূর হয়ে গেল।
লোকটির চোখ খুঁজে চলেছে সেই মহিলাকে যার জন্য ছেলে জীবন ফিরে পেয়েছে, যার  ভিতরে সে তার ভগবান কে দেখেছে!
তুমিও কি তোমার ভগবানকে দেখেছো?