সে এক বাউল কোন সে ক্ষনে গান বেঁধেছে ,
ও মানুষ তুই কেমন পাগল দেখ,
মাথা তুলে আকাশ পানে চেয়ে ভগবান খুঁজলি ,
কত বাতাস তোর খোলা মুখের সামনে তবু বুক ভরে শ্বাস নিলি না!
সে এক বাউল কোন সে ক্ষনে গান বেঁধেছে,
ও মানুষ তুই কেমন পাগল দেখ,
আলোর খোঁজে ছুটেই গেলি তবু ঘুম ভেঙে ভোরের আলো মাখলি না।
আলো যে তোর ঘরের দ্বারে লুটোপুটি খায়!
সে এক বাউল কোন সে ক্ষনে গান বেঁধেছে,
ও মানুষ তুই কেমন পাগল দেখ, সমুদ্র জলে পা ভেজালি,
ঢেউয়ের শব্দে কান ভরালি তবু তোর মনের কথা বললি না!
ঢেউ যে সব লজ্জা ছেড়ে তোর পায়ের কাছে ভেঙে টুকরো হয়।
তুই তো বুক ভরা জলে নেমে,একবারও বুকের ভিতর ঢেউ নিলি না।
সে এক বাউল কোন সে ক্ষনে গান বেধেছে,
আজ সে উদাস , মনের গভীরে কোথাও চাপা অভিমান!
উদাস বাউল নিজেকে খুঁজতে নিজেকে হারিয়েছে?
সেকি রাত জাগা পাখিদের অপেক্ষায়,পথ হারিয়ে গভীর জঙ্গলের গভীরে?